partha chatterjee

By-elections: উপনির্বাচন দ্রুত চেয়ে কমিশনকে নিজেদের অবস্থান জানাবে তৃণমূল

অতিমারি পরিস্থিতিতে পাঁচ রাজ্যের উপনির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলির অবস্থান জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২১:১০
Share:

পার্থ চট্টোপাধ্যায়

উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মত জানাতে চেয়েছে কমিশন। তার প্রেক্ষিতে দ্রুত উপনির্বাচন চেয়ে কমিশনকে চিঠি দেবে তৃণমূল। বৃহস্পতিবার এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
অতিমারি পরিস্থিতিতে পাঁচ রাজ্যের উপনির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলির অবস্থান জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পার্থ বলেন, ‘‘আট দফা বিধানসভা ভোটের সময় রাজ্যের কোভিড পরিস্থিতি কী ছিল, আর বর্তমান পরিস্থিতি কী রয়েছে? পরিসংখ্যান দিয়ে আমরা ভোটের দাবি করেছিলাম। আবারও যখন আমাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে, তখন আমরা সেই পরিসংখ্যান দিয়ে যত দ্রুত সম্ভব ভোট করানোর দাবি জানাব।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যে ভোটের মতো পরিস্থিতি রয়েছে। তাই আমাদের দাবি যুক্তিসঙ্গত বলেই মনে করি।’’

Advertisement

গত শুক্রবার কলকাতায় রাজ্য নির্বাচনী দফতরে গিয়ে পার্থ-সহ তৃণমূলের একঝাঁক মন্ত্রী রাজ্যের সাতটি কেন্দ্রে দ্রুত ভোটের দাবি জানিয়েছিলেন। গত ১৫ জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে রাজ্যে সাতটি বিধানসভায় ভোটের জন্য মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর কাছে দরবার করে তৃণমূলের প্রতিনিধিদল।

রাজ্যের মোট সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট বকেয়া রয়েছে। জঙ্গিপুর ও শামসেরগঞ্জে সাধারণ বিধানসভা নির্বাচনের সময়ই ভোট হয়নি। ওই দুই আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা গিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। অন্য দিকে ভবানীপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাই সব মিলিয়ে সাতটি কেন্দ্রে নির্বাচন বকেয়া রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement