State News

নাগরিকত্ব নিয়ে অবস্থানে তৃণমূলের ছাত্র সংগঠন

নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবারই অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০১:০৭
Share:

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় অবস্থান কর্মসূচিতে থাকছে তৃণমূলের ছাত্র সংগঠন। শুক্রবার থেকে হয়েছে শুরু হয়েছে এই লাগাতার কর্মসূচি।

Advertisement

নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবারই এই অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী ঘোষণা মতোই এদিন দুপুরে রানী রাসমনি রোডে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচির প্রথমদিন ছাত্রনেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ দোলা সেনের মতো দলীয় নেতারা। তবে তাঁরা বক্তৃতা করেননি।

আজ শনিবার কলকাতা বন্দরের দেড়শ বছরের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে বিমানবন্দর থেকে রাজভবনে যাবেন তিনি। ঠিক সেই সময় রাজভবনের কাছেই তৃণমূলের ছাত্র সংগঠনের এই কর্মসূচি চলবে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘‘নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগেই দলের কর্মসূচিতে ছিলাম আমরা। এবার ছাত্র সংগঠন লাগাতার এই অবস্থানের কর্মসূচি নিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement