কিশোরীকে টানা পাঁচ বছর ধরে যৌন হেনস্থার অভিযোগ। প্রতীকী ছবি।
কেরলে এক দলিত কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ৬৪ জনের বিরুদ্ধে। পাঁচ বছর ধরে কিশোরীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এক অসরকারি সংস্থা কিশোরীর এলাকা পরিদর্শনে গিয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে নানা বিষয়ে খোঁজ নিচ্ছিল তারা। সেই সময় নির্যাতিতা কিশোরীর বাড়িতেও যান। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। আর তার পরই শিশুকল্যাণ কমিটিকে বিষয়টি জানায় অসরকারি সংস্থাটি। পাশাপাশি, একটি অভিযোগও দায়ের করা হয়। ঘটনাটি কেরলের পাথানামথিত্তার।
অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করে তারা। কিশোরীর কাউন্সেলিং করানো হয়। তখন গোটা ঘটনাটি সে জানায়। নির্যাতিতার দাবি, তার যখন ১৩ বছর বয়স, এক প্রতিবেশী প্রথম তার যৌন হেনস্থা করে বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাকে জোর করে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করেন।
শুধু প্রতিবেশীই নয়, তার পর ক্রীড়া প্রশিক্ষকের হাতেও যৌন হেনস্থার শিকার হন বলে দাবি কিশোরীর। অভিযোগ, ক্রীড়া প্রশিক্ষক তাঁর যৌন হেনস্থার ভিডিয়ো করেন। সেগুলি আবার ছড়িয়েও দেন। বার বার যৌন হেনস্থার শিকার হয়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করে কিশোরী। তার পরেও নানা জনের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন গত পাঁচ বছর ধরে। তদন্তে নেমে পুলিশ ৬৪ জনের হদিস পায়। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।