Aamir Khan

‘দুই স্ত্রী-ই জানেন, আমি প্রেমিক হিসাবে কেমন,’ প্রেম নিয়ে বড় স্বীকারোক্তি আমিরের

বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা বদলে যেতে থাকে বলে মনে করেন আমির খান। কিন্তু তিনি বরাবরই ‘রোম্যান্টিক’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:০৮
Share:

আমিরের প্রেমিক সত্তা জানেন প্রাক্তন দুই স্ত্রী। ছবি: সংগৃহীত।

দু’বার বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন আমির খান। বিয়ে না টিকলেও তিনি নাকি আদ্যন্ত প্রেমিক মনের মানুষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা বদলে যেতে থাকে বলে মনে করেন আমির। কিন্তু তিনি বরাবরই ‘রোম্যান্টিক’।

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে আমির-পুত্র জুনেইদ খানের ছবি ‘লভইয়াপ্পা’র ঝলক। সেই ছবিরই প্রচার সংক্রান্তই এক অনুষ্ঠানে প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন আমির। অভিনেতা বলেন, “আসলে আমি মানুষ হিসাবে খুব রোম্যান্টিক। শপথ করে বলতে পারি, আমি খুবই প্রেমিক মানুষ। একটা কথা বলতে খুব হাসিই পায়। কিন্তু আপনারা আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সত্যিই বলছি, আমি রোম্যান্টিক।”

আমির আরও করেন, “আমি প্রেমে থাকতে ভালবাসি। প্রেমে যখন থাকি খুবই আহ্লাদে থাকি। আমার প্রিয় ছবির মধ্যেও রয়েছে একাধিক প্রেমের ছবি। প্রেমের ছবি দেখার সময়ে আমি হারিয়ে যাই। আমি নিজেও সত্যিকারের ভালবাসায় বিশ্বাস করি।”

Advertisement

সত্যিকারের ভালবাসাটা ঠিক কেমন? এই প্রশ্নের উত্তরে আমির বলেন, “জীবনে একটা বিষয় শিখেছি। জীবনে আমরা যত এগিয়ে যাই, প্রেমের অর্থও বদলাতে থাকে। ১৮ বছর বয়সে আমাদের মধ্যে প্রেমের অন্য রকম উচ্ছ্বাস ও আবেগ থাকে। তার পরে ক্রমশ জীবনের অর্থ, মানুষের অর্থ বুঝতে শুরু করি আমরা। এত বছরে বুঝেছি, আমার মধ্যে কিছু বিষয়ের অভাব ছিল। যা যা ভুল ছিল, সেগুলি সংশোধন করার চেষ্টা করেছি।”

প্রেম নিয়ে আমিরের স্বীকারোক্তি, “আমি মনে করি, নিজের আত্মার সঙ্গী খুঁজে পাওয়ার অর্থই প্রেম। সেই মানুষটার সঙ্গে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement