তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে পার্থ চট্টোপাধ্যায়।—নিজস্ব চিত্র।
নতুন করে রাজ্যের একাধিক জায়গায় শুরু কড়া লকডাউনের মধ্যে বুধবার দলীয় কর্মসূচি পালন করল তৃণমূল। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাড়ায় পাড়ায় ‘মানব বন্ধনে’র এই কর্মসূচিতে অংশ নেন দলের নেতা-মন্ত্রীরা। দলীয় সূত্রে বলা হয়েছে, কেন্দ্রের জনস্বার্থ-বিরোধী নীতির প্রতিবাদে সর্বত্র কর্মসূচি পালিত হলেও করোনা পরিস্থিতিতে সব স্বাস্থ্যবিধি মেনেই তা হয়েছে।
বিজেপির বিরুদ্ধে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল। রেল-সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে এই কর্মসূচি শুরু হয় ৫ জুলাই। তার অঙ্গ হিসেবেই এ দিন নেতা-মন্ত্রীরা বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এই ‘মানব বন্ধনে’ অংশ নিয়েছেন। দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারাও পথে নেমে কর্মসূচিতে সামিল হয়েছেন। তাঁর অফিস থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনেই বেহালায় এই কর্মসূচি পালন করেছেন তাঁরা।