By-Election

TMC: মমতা, অভিষেকের সঙ্গে আসানসোল, বালিগঞ্জে তারকা প্রচারক ববি, নুসরত, অনুব্রতেরাও

তারকা-তালিকায় রয়েছেন সৌগত রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মমতাবালা ঠাকুর, লাভলি মৈত্র, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, কৌশানি মুখোপাধ্যায়, কুণাল ঘোষ, কাঞ্চন মল্লিক, বিবেক গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, অনুব্রত মন্ডল এমনকি সদ্য দলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২৩:০২
Share:

আসানসোল, বালিগঞ্জে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল। ফাইল চিত্র।

আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, তালিকায় থাকা তারকা প্রচারকদের, কোথায়, কবে প্রচার করবেন শীঘ্রই সেই কর্মসূচি প্রকাশ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তারকা প্রচারকের তালিকায় রয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারির নাম। রয়েছেন সৌগত রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মমতাবালা ঠাকুর, লাভলি মৈত্র, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, কৌশানি মুখোপাধ্যায়, কুণাল ঘোষ, কাঞ্চন মল্লিক, বিবেক গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, অনুব্রত মন্ডল এমনকি সদ্য দলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারও।

Advertisement

আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ভোট গণনা। বাবুল সুপ্রিয়র ছেড়ে আসা আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা এবং মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, গত অক্টোবরে অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা বিধানসভার নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পাননি সাংসদ নুসরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement