Abhishek Banerjee

রাজনীতি নয়, আগামী ক‘দিন শুধু ফুটবল উপভোগ করুন, ডায়মন্ডহারবার কাপের উদ্বোধনে বললেন অভিষেক

আগামী কুড়ি দিন শুধু ফুটবল উপভোগ করুন। শনিবার সন্ধ্যায় ডায়মন্ডহারবারে এমপি কাপের উদ্বোধনে এমনটাই বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৪১
Share:

গত কয়েক বছর ধরে ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগেই এমপি কাপ অনুষ্ঠিত হয়ে আসছে। নিজস্ব চিত্র।

বছর শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার উপরে এখন বিশ্বকাপ ফুটবলের উত্তাপ। তাই বাকি ক'দিন রাজনীতি নয়, আগামী কুড়ি দিন শুধু ফুটবল উপভোগ করাই উচিত। শনিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারে এমপি কাপের উদ্বোধনে এমনটাই বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘‘রাজনীতির ময়দানে যখন রাজনীতির খেলা হবে, তখন আমি জানি, গণতান্ত্রিক ভাবে বিরোধীদের পুঁতে দিতে হয়। বিরোধীদের কী ভাবে জবাব দিতে হয়, আমি জানি।’’ তিনি বলেন, ‘‘নিশ্চিত ভাবে রাজনীতির ময়দানে রাজনীতি হবে। কিন্তু আগামী কুড়ি দিন খালি ফুটবল উপভোগ করুন। ২০২২ সালের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আজ ডিসেম্বর মাসের ১০ তারিখ। ঙ্কুড়ি-একুশ দিনের মধ্যে এই বছর শেষ। ২০২৩ সালের শুরু থেকেই আবার রাজনীতি হবে।’’

Advertisement

সাংসদ বলেন, ‘‘আগামী কুড়ি-বাইশ দিন ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র ফুটবল হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দ উপভোগ করুন।’’ তিনি আরও বলেন, ‘‘ডায়মন্ড হারবার গোটা দেশের কাছে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। খেলা হোক, মেলা হোক। আমরা খেলায় যেমন আছি, মেলাতেও আছি। ছটেও যেমন আছি, মঠেও তেমন আছি। আমরা রাজনীতিতে যেমন আছি, তেমনই ফুটবলে আছি। তেমনই মানুষের সঙ্গেও আছি।’’ চলতি বছর তাঁর নেতৃত্বাধীন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে উঠে এসেছে, তাও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগেই এমপি কাপ অনুষ্ঠিত হয়ে আসছে। ডায়মন্ড হারবারে এ দিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে মহেশতলায়। ডায়মন্ড হারবার লোকসভার অধীন ৭টি বিধানসভা কেন্দ্রেরর দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে ৩০ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement