পরেশ পাল।
ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। বুধবার সকালে সিবিআই দফতরে ঢোকেন তিনি।
২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসার অভিযোগ ওঠে। ২ মে ভোটের ফলঘোষণার দিন কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বিজেপি আঙুল তোলে শাসক দলের দিকে। দায়ের হয় মামলা। পরে রাজ্যে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ঘটনাক্রমে অন্যান্য মামলার মতো কাঁকুড়গাছির অভিজিতের খুনের তদন্ত শুরু করে সিবিআই। বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে তারা। যে জায়গায় অভিজিৎকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে, সে জায়গাটিও পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
পরে ওই মামলায় স্থানীয় বিধায়ক পরেশকে তলব করে সিবিআই। সেই অনুযায়ী বুধবার সিবিআই দফতরে হাজিরা দিতে যান পরেশ।