Cooch Behar

১টা তুললে ১০০ চোখ তুলে নেব, সায়ন্তনকে হুঁশিয়ারি উদয়নের

উদয়ন আরও বলেন, ‘‘আজ শুধু হুঁশিয়ারি দেওয়া হল। প্রয়োজনে এই লোকগুলো প্রতিরোধ গড়ে তুলবে। জেলাছাড়া করে দেবে। তখন আর কোথাও জায়গা পাবেন না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিতাই শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২৩:০১
Share:

গোসানিমারির সভায় উদয়ন গুহ। —নিজস্ব চিত্র

বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সিতাইয়ের গোসানিমারিতে মুক্তমঞ্চে ধিক্কার সভা করল তৃণমূল। সভায় পদ্ম শিবিরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সম্প্রতি গোসানিমারিতে বিজেপি নেতা সায়ন্তন বসুর সভা ঘিরে বিজেপি-তৃণণূল সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। উদয়নের এ দিন হুঁশিয়ারি দেন ‘কেউ চুড়ি পরে বসে নেই’।

Advertisement

গত ৫ ডিসেম্বর গোসানিমারি মুক্ত মঞ্চে সভা করেন সায়ন্তন বসু। অভিযোগ, ওই সভা থেকে তৃণমূল কর্মীদের হাত-পা ভেঙে দেওয়া এবং চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন সায়ন্ত। ওই সভা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা সিতাই ব্লক।

সায়ন্তনের ওই বিতর্কিত মন্তব্যের জবাব দিতে গোসানিমারির সেই মুক্তমঞ্চকেই বেছে নিল তৃণমূল। বুধবারের ওই সভায় সায়ন্তনকে নিশানা করে উদয়নের হুমকি, ‘‘একটা চোখ তোলার চেষ্টা হলে, ১০০টা চোখ তুলে নেওয়া হবে। একটা হাত ভাঙার চেষ্টা হলে ১০০টা ভাঙ্গা হবে। সেই হিসাব করে কোচবিহারের মাটিতে লড়তে আসবেন।’’ নিজেই হুঁশিয়ারির কথা উল্লেখ করে উদয়ন আরও বলেন, ‘‘আজ শুধু হুঁশিয়ারি দেওয়া হল। প্রয়োজনে এই লোকগুলো প্রতিরোধ গড়ে তুলবে। জেলাছাড়া করে দেবে। তখন আর কোথাও জায়গা পাবেন না।’’

Advertisement

বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ নেই। ১০ বছর কিছু করেনি। ভোটের আগে দুয়ারে সরকার করছে। তৃণমূলের এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। ১০০টা চোখ তুলতে চেয়েছে, আগে একটি চোখ তুলে দেখাক। তার পর আমরাও দেখিয়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement