রামপুরহাটের সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র
ভোটমুখী বাংলায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের ‘পরিবর্তন’-এর আহ্বান নিয়ে তাঁকে পাল্টা তোপ দাগলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার রামপুরহাটের এক জনসভায় তাঁর স্পষ্ট বার্তা, ‘‘রাজ্যপালের রাজনীতি করার অধিকার নেই।’’ অন্য দিকে, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর ফেব্রুয়ারির শেষে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া, ‘‘বাহিনী থাকলেও খেলা হবে।’’
শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে অনুব্রত-গড় বীরভূমে পা রেখে ধনখড় সাংবাদিকদের বলেন, ‘‘২০২১-এ স্বাধীনতার ৭৫ বছর। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ কোথায় ছিল? কোন শিখরে ছিল। কত উদ্যোগ ছিল। দেশের জন্য কত অবদান ছিল। কিন্তু দশকের পর দশক তা ক্রমশ নেমেছে। ভাবুন, কেন এমন হল? কী কারণে হল? স্বাধীনতার ৭৫ বছরে পরিবর্তন আসা উচিত। পশ্চিমবঙ্গের শিখরে যাওয়া উচিত।’’ এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অনুব্রত। শুক্রবার রামপুরহাটে দলীয় মহিলা কর্মী-সমর্থকদের নিয়ে জনসভা করে তৃণমূল। সেই সভা থেকেই ধনখড়ের ‘পরিবর্তন’ মন্তব্য নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া, ‘‘রাজ্যপালের এই এক্তিয়ার নেই। উনি কেন বলছেন জানি না।’’ সেই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘ভারতের আইনে রাজ্যপালের রাজনীতি করার অধিকার নেই। তবে মোদীর আইনে আছে।’’
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আসতে চলছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই খবর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। তা নিয়ে ওই সভা থেকেই অনুব্রতর প্রতিক্রিয়া, ‘‘আজ (শুক্রবার) রাতেই আসুক কেন্দ্রীয় বাহিনী। এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। বাহিনী থাকলেও খেলা হবে। একশো বার খেলা হবে। ঘরে খেলা হবে। রাস্তায় খেলা হবে। বাড়ি বাড়ি খেলা হবে। এটা বুদ্ধির কৌশল।’’