Jyotipriya Mallick

চোখের চিকিৎসা করাতে তড়িঘড়ি হায়দরাবাদ গেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

চিকিৎসকদের পরামর্শ মেনেই রবিবার সকালের বিমানে হায়দরাবাদ গিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চোখের চিকিৎসা করিয়ে রাতের বিমানেই তাঁর কলকাতায় ফেরার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৯
Share:

দীর্ঘদিন ধরে মধুমেহ রোগে আক্রান্ত মন্ত্রী জ্যোতিপ্রিয়। সেই থেকেই তাঁর চোখের সমস্যার সূত্রপাত। নিজস্ব চিত্র।

চোখে রক্তক্ষরণের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে তড়িঘড়ি হায়দরাবাদ গেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালের বিমানে তিনি হায়দরবাদ গিয়েছেন বলে খবর। গত সপ্তাহে তাঁর চোখের সমস্যা শুরু হয়। অতিরিক্ত সুগারের কারণে গত কয়েক বছর ধরে চোখের সমস্যা শুরু হয়েছে তাঁর। কিন্তু গত বৃহস্পতিবার সকাল থেকে তাঁর চোখে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গেই তিনি ফোন করেন হায়দ্রাবাদে তাঁর চক্ষুচিকিৎসকের কাছে। সেই চিকিৎসকের কথা মেনেই দক্ষিণ কলকাতার এক চক্ষুচিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান তিনি। সাময়িক ভাবে তাঁর চোখের রক্তক্ষরণ বন্ধ হয়। সেই অবস্থাতেই বিধানসভার অধিবেশনেও যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু চিকিৎসক জানিয়েছিলেন, চোখের রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ করতে গেলে হায়দরাবাদে গিয়েই চিকিৎসা করাতে হবে। দীর্ঘদিন ধরে মধুমেহ রোগে আক্রান্ত মন্ত্রী জ্যোতিপ্রিয়। সেই থেকেই তাঁর চোখের সমস্যার সূত্রপাত। চোখের রক্তক্ষরণ কমাতে দু'টি চোখেই তাঁকে ইনজেকশন নিতে হবে।

Advertisement

চিকিৎসকদের পরামর্শ মেনেই রবিবার সকালের বিমানে হায়দরাবাদ গিয়েছেন তিনি। চোখের চিকিৎসা করিয়ে রাতের বিমানেই তাঁর কলকাতায় ফেরার কথা। জ্যোতিপ্রিয় বলেছেন, "এমন সমস্যার সম্মুখীন আগেও হয়েছি। প্রতি বার হায়দরাবাদে গিয়ে চিকিৎসা করিয়ে আসতে হয়েছে। বিধানসভা অধিবেশনের কারণেই আমাকে এক দিনের মধ্যে চিকিৎসককে দেখিয়ে ফিরে আসতে হবে। কারণ দলের নির্দেশ বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে হবে। তাই সোমবার অধিবেশনে যোগ দেব।" সোমবার রাজ্যপালের বক্তৃতার উপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ রয়েছে বিধানসভায়। তাই ওই দিন বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে তৃণমূল পরিষদীয় দলের তরফে। আবার বুধবার বিধানসভায় পেশ হবে চলতি বছরের আর্থিক বাজেট। সেখানেও, মন্ত্রী-বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে পরিষদীয় দল। তাই রবিবারের চোখ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলতে চাইছেন জ্যোতিপ্রিয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement