কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
কালীপুজোর পরের দিন কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে যান তিনি। বেশ কিছু ক্ষণ সেখানে ছিলেন। পুজো দিয়ে বেরিয়ে এসে জানান, কিছু দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তৃণমূল জানিয়েছে, মা কালীর কাছে সবার সুখ এবং সুস্থতা প্রার্থনা করেছেন অভিষেক।
সোমবার আমেরিকা থেকে চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে কলকাতায় ফেরেন ডায়মন্ড হারবারের সাংসদ। ওই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোতেও অংশ নেন তিনি। পুজোয় যজ্ঞের আগুনের ধোঁয়ায় অস্ত্রোপচার হওয়া চোখের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় কালো চশমা পরেছিলেন। মঙ্গলবার অবশ্য ওই চশমা পরে কালীঘাট মন্দিরে আসেননি ডায়মন্ড হারবারের সাংসদ। সাধারণ ফ্রেমের চমশাতেই অভিষেককে দেখা গিয়েছে। তাঁর বাঁ দিকের চোখ এখনও লাল হয়ে আছে।
কেমন আছেন তিনি? অভিষেক বলেন, ‘‘ঠিক আছি। আশা করি কিছু দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব।’’ অভিষেকের পুজো দেওয়ার পর তৃণমূল টুইট করে জানিয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালীঘাট মন্দিরে গিয়েছিলেন। মা কালীর কাছে সবার সুস্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করেন তিনি।