Abhijit Mukherjee

‘খড়্গেকে ভোট দিন’, টুইট করে নয়া বিতর্কে প্রণব-পুত্র তৃণমূলের অভিজিৎ মুখোপাধ্যায়

সোমবার টুইটারে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ লিখলেন, ‘কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়্গেকে নির্বাচিত করুন।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১১:০৩
Share:

তৃণমূলে থেকে কংগ্রেস সভাপতিকে মনোনীত করার জন্য আবেদন! গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গত কয়েক মাস ধরে তিনি তৃণমূলে। কংগ্রেসের ‘অস্তিত্ব নেই’ বলে মন্তব্য করে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। সেই তিনিই কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুর নয়, মল্লিকার্জুন খাড়্গেকে ভোট দিতে আবেদন করলেন কংগ্রেস নেতাদের! সোমবার টুইটারে লিখলেন, ‘কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়্গেকে নির্বাচিত করুন।’

Advertisement

সোমবার, ১৭ অক্টোবর কংগ্রেসের প্রায় ৯ হাজার জন প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন সনিয়া গান্ধীর ‘উত্তরসূরি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দেবেন তাঁরা। ভোট দেবেন ‘ভারত জোড়ো’ যাত্রায় শামিল রাহুল গান্ধীও। ভোটের ফল ঘোষণা হবে ১৯ অক্টোবর।

আর সোমবারই টুইট করলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। লিখলেন, ‘আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়্গেজিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারকে আবেদন করছি।’ তিনি এ-ও লেখেন, ‘খাড়্গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। উনি লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।’

Advertisement

অভিজিতের বাবা আমৃত্যু ছিলেন কংগ্রেসে। বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের টিকিটে দু’বারের সাংসদ এবং এক বারের বিধায়ক অভিজিৎ। তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে অভিজিতের ঘাসফুল পতাকা তুলে নেওয়ার অব্যবহিত পরে তাঁর সহোদরা শর্মিষ্ঠা টুইট করে লিখেছিলেন ‘স্যাড’ (দুঃখজনক)। আর প্রদেশ কংগ্রেস জানিয়েছিল, প্রণব-পুত্রের স্বাধীন ইচ্ছা এবং ভাবনা থাকতেই পারে।

সেই ‘ইচ্ছা’ থেকেই কি কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে টুইট করলেন তৃণমূল নেতা অভিজিৎ? তৃণমূল নেতৃত্বের একাংশের যুক্তি তেমনই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘অভিজিৎ আগে কংগ্রেসে ছিলেন। সেখান থেকে এমন টুইট করতেই পারেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement