Asaduddin Owaisi

আব্বাস সিদ্দিকিকে জবাব দিতে দুই কৌশলে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

আব্বাস ঘোষণা করেছেন, আগামী ২১ জানুয়ারি তিনি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। ওইদিনই নতুন ফ্রন্টের কথাও ঘোষণা করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৩:১৫
Share:

—ফাইল চিত্র

আরও পড়ুন: শীতের ভরা মরসুমে বসন্তের আমেজ, কলকাতা ১৯ ডিগ্রি! কনকনে ঠান্ডা কি ফিরবে রাজ্যে?

Advertisement

এই প্রসঙ্গে আব্বাস বলেছেন, ‘‘আমার বিরুদ্ধে যাঁদের ময়দানে নামাবে সমাজে তাঁদের ভুমিকা কী হবে, তা মানুষ বুঝে নেবে। এতদিনে তাঁরা মানুষের জন্য কাজ করেছেন, না শুধু পার্টির চামচাগিরি করেছেন! তা-ও জনগণ জানে। আর আমি পিছিয়ে পড়া মানুষদের জন্য নেমেছি, শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের জন্য নয়।’’ তাঁর বিরুদ্ধে আক্রমণের কৌশল প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘রাজনীতি করতে গিয়ে ওরা কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। ঠিক সময়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের আক্রমণের মোকাবিলা আমরাও করব। তবে সবার আগে তাঁদের জবাব দিতে হবে, কেন এই রাজনৈতিক দলটি হল? বাংলার মানুষকেও জবাব দিতে হবে, স্বাস্থ্য-শিক্ষার উন্নয়নের কথা বলেও তা হল না কেন? কেন এখনও জঙ্গলমহলে মাওবাদী অপবাদ দিয়ে কেন আদিবাসী ভাইবোনদের মিথ্যে কেস দেওয়া হচ্ছে। মতুয়ারা কেন অধিকার পেল না? সংখ্যালঘুরা ৭৩ বছরেও অধিকার পায়নি, আপনার জমানাতেও পেল না কেন?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement