TMC Conflicts

আগুন ঘিরে উত্তাপ তৃণমূলে

সুশান্তবাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ওই ঘটনাস্থলে গেলে জাভেদের লোকজন তাঁর উপরে চড়াও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৩:৩২
Share:

প্রতীকী চিত্র।

পার্ক সার্কাসের আগুনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বড় আকার নিল। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটর সুশান্ত ঘোষ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তৃণমূলেরই লোকজনের হাতে প্রহৃত হন বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তির মন্ত্রী জাভেদ খানের দিকে। প্রসঙ্গত, ওই এলাকায় উভয়ের মধ্যে এই বিবাদ পুরনো। জাভেদ অবশ্য প্রত্যাশিত ভাবেই সেই অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

সুশান্তবাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ওই ঘটনাস্থলে গেলে জাভেদের লোকজন তাঁর উপরে চড়াও হয়। তাঁর কথায়, ‘‘আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি জানানোর পরে হামলাকারীরা বলে এখানে মুখ্যমন্ত্রীর নাম জাভেদ খান।’’

পরে ওই ঘটনা নিয়ে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই সুশান্ত ঘোষ ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর উপর আক্রমণ মানে দলের নির্দেশ অমান্য করা। যে-ই এটা করে থাকুক, তার শাস্তি হওয়া উচিত।’’ পক্ষান্তরে, সুশান্তবাবুর অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করে মন্ত্রী জাভেদ বলেন, ‘‘আমার কোনও লোক সুশান্তবাবুকে মারেনি। উনি ওখানে নাটক করেছেন। ওখানে পুলিশের বড় পদাধিকারী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক হিসেবে আমি উপস্থিত ছিলাম। আমার সমর্থকরা কেউ যদি মারত, তা হলে উনি সরাসরি আমাকে বা পুলিশকে বলতে পারতেন।’’ জাভেদের পাল্টা অভিযোগ, ‘‘সুশান্তবাবুই আমার সমর্থকদের মারধর করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement