West Bengal News

এপ্রিলে ভোট, আগামিকালই পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসছেন মমতা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টায় রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠক হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪২
Share:

আগামিকাল পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

দুয়ারে পুরসভা নির্বাচন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করাতে চায় রাজ্য। বাকি পুরসভাগুলিতে এপ্রিলের শেষে। তার আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরসভাগুলিতে কতটা উন্নয়ন হয়েছে, আলোচনায় সে বিষয়েও উঠতে পারে।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠক হবে। এর পর কাউন্সিলরদের নিয়েও বৈঠকে বসবেন তৃণমূলনেত্রী। আগামী ২ মার্চ কাউন্সিলরদের নিয়ে ওই বৈঠক হওয়ার কথা।

পুরসভা নির্বাচনের বিষয়ে শীঘ্রই রাজ্য সরকার চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনকে। মেয়াদ শেষ হয়ে গেলেও রাজ্যের ১৭টি পুরসভায় ভোট হয়নি এখনও। অন্য দিকে, ৯২টি পুরভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশও হয়ে গিয়েছে। কমিশনও চাইছে, এপ্রিলের মধ্যে বেশির ভাগ পুরসভার নির্বাচন সেরে নিতে। গত পঞ্চায়েত নির্বাচনে গোলমালের কথা মাথায় রেখে এ বার অনলাইনে অভিযোগ জানানোর বন্দোবস্তও করছে কমিশন।

Advertisement

আরও পড়ুন: কোথায় ছিলেন মমতা, খোঁজ রাখতেন তাপসের? তীব্র আক্রমণে বিজেপি-বাম-কংগ্রেস

আরও পড়ুন: ‘এক সঙ্গে কাজ করব’, অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর বললেন কেজরীবাল

আগামী ২৭ এপ্রিল নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। ওই তালিকা বেরনোর পরই রাজ্যের পুরসভা নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।

গত বারে কলকাতায় এক দিনে নির্বাচন হয়েছিল। কমিশন সূত্রে খবর, ১০-১২ এপ্রিলের মধ্যে কলকাতা, হাওড়া পুরসভার নির্বাচন হবে। ২৬ এপ্রিল বাকি বাকি পুরসভাগুলির নির্বাচন হওয়ার কথা। মে মাসে কিছু পুরসভার নির্বাচনও হতে পারে। তবে সবটাই জানা যাবে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement