TMC

মোদীর বক্তব্য দিয়েই মোদীকে নিশানা তৃণমূলের, পোস্তা সেতু ভেঙে পড়ায় কী বলেছিলেন প্রধানমন্ত্রী?

কটাক্ষের সুরে তৃণমূলের প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদীর ২০১৬ সালের মন্তব্যের পুনরাবৃত্তি করে আমরা জানতে চাই, গুজরাতের মোরবীর বিপর্যয় কি আসলে ‘অ্যাক্ট অফ ফ্রড?’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৮:৩৮
Share:

গুজরাতের মোরবীর বিপর্যয় নিয়ে মোদীকে আক্রমণ তৃণমূলের। গ্রাফিক: সনৎ সিংহ।

গুজরাতে সেতু দুর্ঘটনা নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানানো শুরু করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে করা মোদীর এক সময়কার বক্তব্যকেই হাতিয়ার করল বাংলার শাসক দল। কটাক্ষের সুরে তৃণমূলের প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদীর ২০১৬ সালের মন্তব্যের পুনরাবৃত্তি করে আমরা জানতে চাই, গুজরাতের মোরবীর বিপর্যয় কি আসলে ‘অ্যাক্ট অফ ফ্রড?’

Advertisement

এই প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব টুইট করে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন, সেতু ধস একটি 'অ্যাক্ট অফ ফ্রড’। বিরোধী শাসিত রাজ্যে প্রতিটি ইস্যু নিয়ে রাজনীতি করার অভ্যাস রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য গুজরাতে। তা হলে মোরবী দুর্ঘটনাও কি ‘অ্যাক্ট অফ ফ্রড’?’’ তিনি আরও বলেছেন, ‘‘দেশের মানুষ বিজেপির বহুল আলোচিত ‘গুজরাত মডেল’-এর আসল সত্য দেখতে পাচ্ছেন।’’

২০১৬ সালের বিধানসভা ভোটের সময় আলিপুরদুয়ারের মাদারিহাটে বিজেপির একটি সভায় হাজির ছিলেন মোদী। সেই দিনের বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে সরব হয়েছে তৃণমূল। কলকাতার পোস্তায় নির্মিয়মান সেতু ভেঙে যাওয়া নিয়ে মোদীর বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সাংসদ সুখেন্দুশেখর রায় টুইটারে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এই ঘটনার জন্য চোখের জল ফেলবেন?’’

Advertisement

শুধু এই দুই সাংসদই নন, তৃণমূলের অনেকেই এ নিয়ে সরব হয়েছেন। তৃণমূলের এক রাজ্যস্তরের নেতা বলেন, ‘‘২০১৬ সালে রাজ্য নির্বাচনের আগে উত্তর কলকাতায় পোস্তা সেতু ভেঙে পড়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে দুর্ঘটনাটি আসলে ছিল, ‘অ্যাক্ট অফ গড’। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের সময় যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের নিয়ে উপহাস করেছিলেন এবং বলেছিলেন যে এটি একটি ‘অ্যাক্ট অফ গড’ নয়, বরং ‘অ্যাক্ট অফ ফ্রড’। এখন তো প্রধানমন্ত্রীকে কথা শুনতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement