Rupsha Chatterjee baby shower

রূপসার পুত্র হবে না কি কন্যা! সাধের দিন চলল ভোটদান পর্ব, ধেয়ে এল কটাক্ষ

রূপসার কোলে কে আসবে? পুত্র না কি কন্যা! এই নিয়ে জল্পনা চলছে তাঁর পরিবারে ও অনুরাগী মহলেও। সেই কৌতূহল নিয়েই অভিনেত্রীর সাধে জমে উঠল আসর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৮
Share:

সাধের ভিডিয়ো পোস্ট করে বিতর্কে রূপসা। ছবি: সংগৃহীত।

গত বছর অক্টোবরে, দুর্গাপুজোর মরসুমে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের এক মাস পরেই সুখবর দিয়েছিলেন। যদিও আইনি বিয়ে তাঁরা সেরে রেখেছিলেন এক বছর আগেই। বর্তমানে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। এই সময়েও একই রকম প্রাণোচ্ছল তিনি। কখনও মজার ভিডিয়ো করে, কখনও বা উদ্দাম নেচে সময় কাটাচ্ছেন। ইতিমধ্যেই স্ফীতোদর নিয়ে ফোটোশুটও সেরেছেন তিনি। আর এ বার হয়ে গেল রূপসার সাধ। খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল মজার খেলা। বোঝাই যাচ্ছে, সন্তান আসতে আর বেশি দেরি নেই।

Advertisement

রূপসার কোলে কে আসবে? পুত্র না কি কন্যা! এই নিয়ে জল্পনা চলছে তাঁর পরিবারে ও অনুরাগী মহলেও। সেই কৌতূহল নিয়েই অভিনেত্রীর সাধে জমে উঠল আসর। পরিবারের সদস্যেরা জানালেন তাঁদের ইচ্ছে। কেউ বললেন, রূপসার মেয়ে হবে। কেউ আবার নিশ্চিত, ছেলেই আসছে। রূপসার স্বামী, অর্থাৎ সায়নদীপ অবশ্য প্রথমেই স্পষ্ট করে দেন তিনি চান, কোলে আসুক পুত্র। সায়নদীপের বাবা-মা চান পুত্র হোক। তবে রূপসার কথায়, “আমার মনে হয় ছেলে হবে। আবার আমারই মনে হয়, মেয়ে হবে।”

পুত্র হবে না কি কন্যা— এই ভোটদান পর্ব শেষ হলে ফলাফলও প্রকাশিত হয়। দেখা যায় পুত্রের জন্য ভোট পড়েছে ১১টি। আর অন্য দিকে কন্যার জন্য ৫টি ভোট। গোটা মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রূপসা ও সায়নদীপ। সেই ভিডিয়োর মন্তব্য বিভাগে অনুরাগীরাও জানিয়েছেন তাঁদের মতামত।

Advertisement

তবে ধেয়ে এসেছে নিন্দকদের কটাক্ষও। কেউ লিখেছেন, “আজও বেশির ভাগ মানুষ পুত্রসন্তানই চান! অবাক লাগে।” কেউ আবার লিখেছেন, “এ আবার কী! পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সুস্থ হয়।” তবে এ সব মন্তব্যের কোনও উত্তর দেননি রূপসা বা সায়নদীপ। আপাতত তাঁরা আসন্ন সন্তানকে নিয়ে ভাবতেই ব্যস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement