ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্র। সম্প্রতি এই বিভাগে নিয়োগের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর ওই বিজ্ঞপ্তিতে কারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, কোথায় পরীক্ষা নেওয়া হবে, কী ভাবে আবেদন জমা দিতে হবে— এই সমস্ত বিষয়ে যাবতীয় তথ্য পেশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আইএফএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া সুযোগ পাবেন। পরীক্ষার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পরীক্ষার্থীদের উদ্ভিদবিদ্যা, কৃষিবিদ্যা, ফরেস্ট্রি, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিত, রসায়ন, জিয়োলজি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক। প্রিলিমিনারি এবং মেনসের পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের প্রথমে ইউপিএসসি-র পোর্টালে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) করে নিতে হবে। নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ হলে ইউপিএসসি-র যে কোনও নিয়োগের পরীক্ষার জন্য প্রার্থীরা সরাসরি আবেদন জানানোর সুযোগ পাবেন। এর পরে সংশ্লিষ্ট পরীক্ষার জন্য অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে ১০০ টাকা। কলকাতা-সহ একাধিক শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। তাই আবেদনকারীরা নিজেদের পছন্দ মতো কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। প্রিলিমিনারির জন্য ৮০টি পরীক্ষাকেন্দ্র এবং মেনস-এর জন্য ১০টি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট পরীক্ষায় স্নাতক স্তরের বিষয়বস্তু থেকে প্রশ্ন করা হবে। মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। অন্তত ৩৩ শতাংশ নম্বর পেলে তবেই সংশ্লিষ্ট প্রার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে ঘোষণা করা হবে। পরীক্ষা দেওয়া যাবে হিন্দি এবং ইংরেজি ভাষায়। আবেদনকারীদের ১১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে আরও জেনে নিতে হলে ইউপিএসসি-র ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।