Mamata Banerjee

Mamata Banerjee: এ বার প্রতিমন্ত্রীদের জন্যও কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর

বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় ২০ জন প্রতিমন্ত্রী রয়েছেন। যাঁর মধ্যে আটজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২১:০২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই প্রতিমন্ত্রীদের কাজ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মহলের গুঞ্জন, এতদিন প্রতিমন্ত্রীদের সে রকম কোনও কাজই দেওয়া হত না। অনেক প্রতিমন্ত্রীই ঘনিষ্ঠ মহলে সেই বিষয়ে আক্ষেপও করতেন। সেই আক্ষেপের কথাই কোনও ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে তাঁদের কাজে লাগানোর প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।এ বার থেকে নির্দিষ্ট করে দেওয়া হবে তাঁদের কাজ।

Advertisement

বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় ২০ জন প্রতিমন্ত্রী রয়েছেন। যাঁর মধ্যে আটজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। তাঁরা নিজেদের দফতরের কাজ একক ভাবেই দেখেন। কিন্তু এমন ১২ জন মন্ত্রী রয়েছেন, তাঁদের পূর্ণমন্ত্রীর ইচ্ছের উপর নির্ভর করে থাকতে হয়। তাই মন্ত্রিসভার বৈঠকে ওই মন্ত্রিদের দায়িত্ব বন্টনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এক প্রতিমন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী যখন নিজেই দায়িত্ব দেওয়ার কথা বলেছেন, তখন আমরা নিশ্চিত যে, সরকারের গুরুত্বপূর্ণ কাজে আমরাও অংশ নিতে পারব। কারণ এতদিন তো আমাদের সেভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।’’

বিশেষ করে বড় দফতরের প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টনের ক্ষেত্রেই বিশেষ নজর দেবে মুখ্যমন্ত্রীর দফতর। কারণ পরিবহণ, পঞ্চায়েত, বিদ্যুতের মতো দফতরগুলিতে প্রতিমন্ত্রী রয়েছেন। যেগুলিকে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বেশি করে কাজে লাগানো যেতে পারে বলেই মত প্রশাসনিক মহলের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement