Murder

মাকে কুপিয়ে খুন ছোট ছেলের, থানায় অভিযোগ দায়ের করলেন বড় ছেলে

জানা গিয়েছে, অভিযুক্তকে রাতেই তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা আটক করে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তিনিও ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৮:০০
Share:

নারায়নের দাদা ফটিক চাঁদ সরকার।

ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিলাতিবাড়ি গ্রামে।

Advertisement

পুলিশ সুত্রে খবর, মৃতার নাম মলিশা সরকার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করেছেন তাঁর ছেলে নারায়ণ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তকে রাতেই আত্মীয় ও প্রতিবেশীরা আটক করে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয়দের বক্তব্য, নারায়ণ স্বভাবে বদরাগি। আগেও বিভিন্ন ছোটখাটো বিষয়ে নারায়ণ তার মা ও পরিবারের অন্য সদস্যদের আক্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছে৷

Advertisement

চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন নারায়ণের দাদা ফটিক চাঁদ সরকার। তিনি বলেন, ‘‘ঘটনার সময়ে আমি বাড়িতে ছিলাম না। এসে দেখি মায়ের লাশ পড়ে আছে। ভাইয়ের হাতে অস্ত্র। মাকে যখন মারধর করছিল ভাই, তখন আমার বউ ও মেজো ভাই তাকে আটকাতে গিয়েছিল। তাদেরও মারধর করেছে।’’ পবিত্র বিশ্বাস নামে এক গ্রামবাসী বলেন, ‘‘চিৎকার শুনে আমরা ঘরে থেকে বেরিয়ে আসি। এসে দেখি এই কাণ্ড!। নারায়ণকে বড় সাজা দেওয়া হোক। ও যেন জেল থেকে না বেরোতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement