হাসপাতালে সইফ জেহ্- তৈমুরে জীবনে এল কোন পরিবর্তন? ছবি: সংগৃহীত।
সইফ আলি খানের বাড়ি ঢুকে হামলা। গত বৃহস্পতিবার হইহই কাণ্ড মুম্বইয়ের বান্দ্রার অভিজাত পাড়ায়। ঘটনার তিন দিন পর পুলিশের জালে হামলাকারী। মুম্বইয়ের ঠাণে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। রবিবার সকালে মুম্বই পুলিশের দাবি করে, ধৃত শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক হতে পারেন। কারণ, তাঁর কাছে কোনও ভারতীয় নথি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আরও জানা গিয়েছে, অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে গা ঢাকা দিয়েছিলেন ধৃত। তার পর দুই ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছন করিনা কপূর। নিরাপত্তার বলয়ের মধ্যে একাধিক পরিচারিকার সঙ্গে হাসপাতালে বেবো।
ঘটনার দিনই দিদি করিশ্মা কপূর এসে করিনার দুই ছেলেকে নিজের বাড়িতে রেখেছেন। যদিও বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বছর ৮-এর তৈমুরই। কিন্তু তার পর থেকে বাবার সঙ্গে দেখাসাক্ষাৎ নেই দুই ছেলের। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করালেন করিনা। এমনিতেই ক্যামেরার সামনে বেশ হাসিখুশি থাকে ছোট ছেলে জেহ্। তৈমুর খানিক বড়, সে শান্ত স্বভাবের। তবুও ক্যামেরার সামনে প্রাণোচ্ছ্বলই থাকে দুই ভাই। কিন্তু এই দিন হাসপাতাল থেকে বেরোনোর সময় মুখ ভার নবাব-পুত্রদের।