২০০০ টাকার নোট।
চলতি অর্থবর্ষে ২০০০ টাকার নোট আর ছাপাবে না রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত বুধবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০২০-’২১ অর্থবর্ষেও বাজারে ২০০০ টাকার নোটের জোগান না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক।
বার্ষিক রিপোর্টে আরবিআই জানিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে কাগুজে নোটের জোগান ০.৩ শতাংশ কমেছে। চলতি অর্থবর্ষে তা কমে হয়েছে ২,২৩,৩০১ লাখ। গত ৩১ মার্চ বাজারে যা নোট ছিল, আর্থিক হিসেবে তাতে ২০০০ টাকা এবং ৫০০ টাকার নোটের ভাগও বেড়ে ৮৫.৭% হয়েছে। ব্যাঙ্কের হাতে এই মুহূর্তে যত কাগুজে নোট রয়েছে, তার মধ্যে ৫০০ টাকার নোট ৩১.১ শতাংশ।
গত বছরও বার্ষিক রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, নিরাপত্তা সংক্রান্ত কারণে ২০২০-২১ অর্থবর্ষে ২০০০ টাকার একটি নোটও ছাপানো হবে না।