TET

জীবনভর বৈধ টেট-পাশ

এসএসসি জানিয়েছে, ২০১২ এবং ২০১৬ সালে যাঁরা উচ্চ প্রাথমিকের টেট পাশ করেছেন, নতুন নিয়ম সেই সমস্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ০৭:১০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার থেকে উচ্চ প্রাথমিকের টেট পাশের বৈধতা সারা জীবন থাকবে। সোমবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর আগে নিয়ম ছিল, এক জন উচ্চ প্রাথমিক টেট পাশ করলে তার বৈধতা থাকত সাত বছর। সোমবার এনসিটিই-র তরফে সেই বৈধতাকে আজীবন করা হয়েছে। তা অনুসরণ করে এসএসসি এ রাজ্যেও উচ্চ প্রাথমিকের টেট পাশের বৈধতা সারা জীবন করল।

Advertisement

যদিও কমিশন জানিয়েছে, সারা জীবনের বৈধতা মানে কিন্তু এই নয় যে, এক জন টেট পাশ প্রার্থী ৫৫ বছর বয়সে গিয়েও চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। চাকরির নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগকর্তারা যে নিয়ম তৈরি করবেন, সেই নিয়মই কার্যকর হবে। তবে, আগে কোনও প্রার্থী যদি ২১ বছর বয়সে টেট পাস করতেন, তা হলে ২৮ বছর বয়স পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সুবিধা হচ্ছে, নিয়োগের ঊর্ধ্বসীমা যদি ৩৫ বছর হয়, তা হলে এখন সেই প্রার্থী ৩৫ বছর বয়স পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

এসএসসি জানিয়েছে, ২০১২ এবং ২০১৬ সালে যাঁরা উচ্চ প্রাথমিকের টেট পাশ করেছেন, নতুন নিয়ম সেই সমস্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement