Taxi

TAXI: ভাড়া না বাড়ালে ধর্মঘটের ডাক, হুঁশিয়ারি দিল ট্যাক্সি সংগঠনগুলি

ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণেই সরকারকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ট্যাক্সি ইউনিয়নগুলি। ১২-১৩ অগস্ট দু’দিনব্যাপী ধর্মঘট হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ২০:০৫
Share:

ট্যাক্সির ভাড়া বাড়াতে র্ধমঘটের হুমকি ইউনিয়নগুলির। ফাইল চিত্র

ভাড়া বৃদ্ধি নিয়ে এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিল ট্যাক্সি সংগঠনগুলি। ট্যাক্সির ভাড়া নূন্যতম ৫০ টাকা না হলে এবার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। আগামী অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সরকারপক্ষ কোনও সিদ্ধান্ত না নিলে স্বাধীনতা দিবসের আগেই ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

Advertisement

তবে এই ধর্মঘট দীর্ঘমেয়াদি হবে না বলেও জানিয়েছে সংগঠনগুলি। আপাতত স্থির হয়েছে, পরিবহণ দফতর কোনও সিদ্ধান্ত না নিলে স্বাধীনতা দিবসের আগে ১২-১৩ অগস্ট দু’দিনব্যাপী ধর্মঘট করতে পারে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।

সূত্রের খবর, ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণেই সরকারকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে তারা। কিছুদিন আগেই একই সুরে হুমকি দিয়েছিল সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি সমর্থিত ট্যাক্সি সংগঠন। তাঁরা অবশ্য ২ অগস্ট ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে। তারাও ট্যাক্সির নূন্যতম ভাড়া ৫০ টাকা করার দাবি জানিয়েছে। তারাও পেট্রল-ডিজেলের দামবৃদ্ধিকেই ধর্মঘটের কারণ হিসেবে তুলে ধরেছে। ইতিমধ্যে বাস মালিকদের সংগঠনগুলিও ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে। কিন্তু তারা ধর্মঘটের হুঁশিয়ারি দেয়নি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট আবার বাস ভাড়া বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথাও ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement