সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। —ফাইল চিত্র।
গত দেড় দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। বিধানসভায় প্রশ্নোত্তর-পর্বে বুধবার এই তথ্য দিয়েছেন বনপ্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। মন্ত্রী জানিয়েছেন, গত ২০১০ সালে রাজ্যে বাঘের সংখ্যা ছিল ৭৪টি। সেই সংখ্যা ২০১৪ সালে বেড়ে হয়েছিল ৭৬। তার পরে ২০১৮ সালে আরও বেড়ে বাঘের সংখ্যা হয়েছিল ৮৮টি। মন্ত্রী জানিয়েছেন, ২০২২ সালের সর্বশেষ হিসেবে দেখা গিয়েছে রাজ্যের বনাঞ্চলে বাঘের সংখ্যা হয়েছে ১০১টি।