inttuc

INTTUC: তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতিদের নাম ঘোষণা হল

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতিদের নাম ঘোষণা করে দিল তৃণমূল নেতৃত্ব। সাংগঠনিক ভাবে ৩৫টি জেলা সভাপতিদের নাম ঘোষিত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৪:০৭
Share:

এ বার রদবদল তৃণমূলের শ্রমিক সংগঠনে। ফাইল চিত্র

তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতিদের নাম ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব। বুধবার সর্বভারতীয় তৃণমূলের তরফে রাজ্য আইএনটিটিইউসি-র ৩৫ জন জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি হলদিয়ায় আইএনটিটিইউসি-র সভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনে রদবদলের কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে তৃণমূলের ব্লক কমিটি ঘোষণার পালা চলছে। তারই মধ্যেই দলের শ্রমিক সংগঠনকে নতুন রূপ দেওয়া হল। মেদিনীপুর, ঘাটাল, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি-র সভাপতি বদল করা হয়েছে। পাশাপাশি, সভাপতি বদল হয়েছে সুন্দরবন সাংগঠনিক জেলা ও রানাঘাট সাংগঠনিক জেলারও। যে হেতু সুন্দরবন জেলা আইএনটিটিইউসির সভাপতি জয়দেব হালদারকে পার্টির মূল সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তাঁর বদলে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পদে আনা হয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে। রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন দেবাশিস গঙ্গোপাধ্যায়। তিনিও মূল সংগঠনের সভাপতি হয়ে যাওয়ায় ওই পদে আনা হয়েছে সনৎ চক্রবর্তীকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আইএনটিটিইউসির সভাপতিদের রেখে দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার সভাপতি পদে রয়ে গিয়েছেন কলকাতা পুরসভার ১৩০ নম্বর কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়। উত্তর কলকাতার জেলা সভাপতি পদে রয়ে গিয়েছেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে থেকে গিয়েছেন শক্তিপদ মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement