ত্রিপুরার রাজ্য সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে সরাল তৃণমূল। ফাইল চিত্র।
ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে সরিয়ে দিল তৃণমূল। বুধবার এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা সবাইকে জানাতে চাই যে সুবল ভৌমিককে অবিলম্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সভাপতি ছাড়া আর সবাইকেই নিজ নিজ জায়গায় বহাল রাখার কথাও ওই বিবৃতিতে জানিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বলা হয়েছে, ত্রিপুরা তৃণমূলের রাজ্য সংগঠন, যুব, মহিলা, এসসি, এসটি সেলের দায়িত্বে থাকা সব পদাধিকারিকেই নিজস্ব পদে বহাল রাখা হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, যত দিন না নতুন রাজ্য সভাপতি হিসেবে কেউ দায়িত্ব নিচ্ছেন, তত দিন ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সংগঠনের কাজ দেখভাল করবেন। ত্রিপুরা তৃণমূলের একাংশ জানাচ্ছে, আবারও বিজেপিতে ফিরতে চলেছেন সুবল। আগামী ২৮ অগস্ট এডিসির সদর দফতর খুমুলুং-এ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার জনসভায় ফের গেরুয়া পতাকা হাতে নেবেন তিনি। এই বিষয়ে নিশ্চিত খবর পেয়েই তাঁকে সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যদিও এ প্রসঙ্গে সুবলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।