TMC MLA

MLA: বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে বিধায়ক

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিধানসভার স্ট্যান্ডিং বৈঠকে যোগ দিতে এসেছিলেন। সেখানেই অচমকা অসুস্থ বোধ করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৪:০৮
Share:

বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে অসুস্থ হলে পড়লেন বিধায়ক সৌমেন রায়। নিজস্ব চিত্র।

বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিধায়কসৌমেন রায়। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।

Advertisement

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিধানসভার স্ট্যান্ডিং বৈঠকে যোগ দিতে এসেছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি দ্রুত খারাপ হতে দেখে তৎক্ষণাৎ বিধানসভার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয় তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সৌমেন।

গ্রন্থাগার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে বিধানসভায় এসেছিলেন বিধায়ক। এ বারই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে জিতে বিধায়ক হন সৌমেন। বিজেপি-র প্রতীকে জিতলেও সম্প্রতি তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। আচমকা অসুস্থ বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও অসুস্থ বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement