AICC General Secretary

Agnipath Scheme & Congress: অগ্নিপথ প্রকল্প এনে দেশের যুব সমাজ ও সেনার ক্ষতি করছে সরকার, তোপ প্রিয়ঙ্কার

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দিল্লিতে সত্যাগ্রহ আন্দোলন করলেন কংগ্রেস নেতৃত্ব। সেই বিক্ষোভে শামিল হলেন প্রিয়ঙ্কা গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৯:০৩
Share:

দিল্লির যন্তরমন্তরে অগ্নিপথের বিরুদ্ধে ধরনায় কংগ্রেস নেতাদের সঙ্গে প্রিয়ঙ্কা গাঁধী। পিটিআই।

অগ্নিপথের মতো প্রকল্প দিয়ে দেশের যুবসমাজ ও সেনাবাহিনীর ক্ষতি করছে নরেন্দ্র মোদীর সরকার। রবিবার দিল্লির যন্তরমন্তরে কংগ্রেসের আয়োজিত সত্যাগ্রহ কর্মসূচিতে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। তিনি বলেন, ‘‘দেশের যুব সমাজ ও সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। যুব সমাজ ও সেনা, এরাই দেশকে রক্ষা করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির কারণে তারা এখন বিভ্রান্ত।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের পক্ষে এই প্রকল্প ধ্বংসাত্মক। দয়া করে এই সিদ্ধান্ত দেখে দেশের মানুষ এই সরকারের পতন ঘটাবেন। বদলে এমন একটি সরকার নিয়ে আসুন যা জাতির জন্য সত্যি সত্যিই কাজ করবে। দেশের সম্পদ রক্ষা করবে। আমি এবং আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে এই ধংসাত্মক প্রকল্পকে রুখবই।’’

Advertisement

কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘‘সেনাবাহিনী নিয়োগে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা করে অংশীদরিত্ব থাকে। কিন্তু এখন বলা হচ্ছে অগ্নিপথের পর আর কোনও এই ধরনের কিছু থাকবে না। এর অর্থ আমাদের দেশের গণতন্ত্রিক কাঠামোর ওপর আঘাত করা হচ্ছে। সরকার তো মুখে বলছে সকলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত হবে। তাই সবার আগে দেশের যুব সমাজের সঙ্গে কথা বলুন। সরকারের সিদ্ধান্তে দেশের যুব সমাজ বঞ্চিত হচ্ছে। তাই আমরা বলব এখন তাঁদের সঙ্গে মন কি বাত করার সময় এসেছে।’’ তিনি আরও বলেন, ‘‘সেনাপ্রধানদের কেন রাজনৈতিক স্বার্থে সংবাদমাধ্যমের সামনে ব্যবহার করা হচ্ছে? কারও সঙ্গে আলোচনা ছাড়াই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের সর্বনাশের পক্ষে যথেষ্ট।’’

কংগ্রেসের এই কর্মসূচিতে দেশের শীর্ষ কংগ্রেস নেতাদের হাজির হতে বলা হয়েছিল।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement