প্রতীকী ছবি
আরও দুই নতুন বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে নতুন দুই অতিরিক্ত বিচারপতি নিয়োগের কথা জানায়। ওই দু'জন হলেন শম্পা দত্ত (পাল) এবং সিদ্ধার্থ রায়চৌধুরী। শম্পাকে ২ বছরের জন্য নিয়োগ করেছে কেন্দ্র। আর সিদ্ধার্থ বিচারপতি হিসাবে থাকবেন ২০২৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত। নতুন এই নিয়োগের ফলে হাই কোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৪৩।
বেশ কিছু দিন আগে দেশের সব হাই কোর্টের বিচারপতিদের নিয়ে সম্মেলন হয় নয়াদিল্লিতে। সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বিচারপতির সংখ্যা কম থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হাই কোর্টগুলিতে বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার বলে জানিয়েছিলেন। তার পরই একের পর এক হাই কোর্টে বিচারপতি নিয়োগ করে কেন্দ্র। গত ১৮ মে কলকাতা হাই কোর্টে তিন জন নতুন বিচারপতি শপথ নেন। ওই নিয়োগের ১০ দিনের মাথায় আরও দুই নতুন বিচারপতি পেল হাই কোর্ট।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।