Metro dairy scam

Metro Dairy: মেট্রো ডেয়ারিতেও কি সিবিআই? সোমবার রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট

জলের দরে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন অধীর। সেই মামলায় রায় দিতে চলেছে আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৮:৪৪
Share:

কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।

সোমবার মেট্রো ডেয়ারি মামলায় রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। প্রায় চার বছর ধরে মামলাটি বিচারাধীন থাকার পর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা করার কথা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। মামলাকারী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এই মামলায় সিবিআই তদন্তের আর্জি করেছিলেন। তবে শেষ পর্যন্ত দেখার বিষয় এই যে, আদালত সিবিআই, ইডি, নাকি অন্য কোনও সংস্থাকে এই মামলার তদন্তভার দেয়।

Advertisement

মেট্রো ডেয়ারিতে রাজ্য, জাতীয় দুগ্ধ উন্নয়ন সংস্থা (ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট) এবং কেভেন্টার্সের শেয়ার ছিল যথাক্রমে ৪৭ শতাংশ, ১০ শতাংশ ও ৪৩ শতাংশ। অভিযোগ, প্রথমে জাতীয় দুগ্ধ সংস্থার ১০ শতাংশ শেয়ার বিক্রি হয়ে যায়। পরে নিজেদের হাতে থাকা ৪৭ শতাংশ শেয়ার ৮৪.৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে রাজ্য। আর কেভেন্টার্স তার থেকে ১৫ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে ১৭০ কোটি টাকায় বিক্রি করে। অর্থাৎ, রাজ্য যে দামে মোট শেয়ার বিক্রি করেছিল, তার প্রায় দ্বিগুণ দামে ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে কেভেন্টার্স।

অধীরের বক্তব্য, একই শেয়ার দু'বার বিক্রির তুলনামূলক অনুপাত থেকে পরিষ্কার, রাজ্য সঠিক দামে শেয়ার বিক্রি করলে ৫০০ কোটি টাকা সরকারি কোষাগারে আসত। কিন্তু তা তারা করেনি। এর পিছনে বড় ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে ২০১৮ সালে হাই কোর্টে মামলা করেন বহরমপুরের সাংসদ। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই মামলাটির তদন্তের আর্জি করেন তিনি। অবশেষে সেই মামলায় সোমবার রায় ঘোষণা করতে চলেছে হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement