স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি উপরে মাঘের কলকাতার পারদ। —ফাইল চিত্র।
চেনা শীত তো দূরের কথা, ভরা মাঘ মাসেও ‘গরম’ অনুভূত হচ্ছে। চলতি মরসুমে জাঁকিয়ে শীত পড়তে দেখা যায়নি এখনও। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অন্তত চার ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কিছুটা পারদপতনের সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। শুক্রবারও ১৮ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পারদ আরও চড়েছে।
দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। কুয়াশার কারণে বেশ কিছু জেলায় সকালের দিকে সমস্যা হতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুকনো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কেবল দার্জিলিং এবং কালিম্পঙের কিছু অংশে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশার কারণে জলপাইগুড়ি এবং কোচবিহারে দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে।
উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পরের তিন দিনে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আবার পারদপতনের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে।
মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বাংলায়। তাই জাঁকিয়ে শীত পড়ছে না। আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার পথ কিছুটা বিঘ্নহীন থাকবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তাপমাত্রা কমতে পারে।