Fire At Mahakumbh Mela

মহাকুম্ভের রাস্তার ধারে অগ্নিকাণ্ড! পর পর দু’টি গাড়িতে ছড়াল আগুন, ঘটনাস্থলে ছ’টি ইঞ্জিন

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহাকুম্ভে পৌঁছনোর জন্য যে রাস্তা নির্দিষ্ট করা রয়েছে, তার ধার ঘেঁষে সার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় চারচাকা গাড়ি। সেখানেই আগুন লাগে শনিবার ভোরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪
Share:

মহাকুম্ভের রাস্তায় গাড়িতে আগুন। নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলকর্মীরা। শনিবার ভোরে। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার রাস্তায় অগ্নিকাণ্ড। শনিবার সকালে রাস্তার ধারে দাঁড় করানো গাড়িতে আগুন লেগে যায়। পর পর দু’টি গাড়ি সেই আগুনে পুড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ছ’টি ইঞ্জিন। রয়েছে পুলিশও।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহাকুম্ভে পৌঁছনোর জন্য যে রাস্তা নির্দিষ্ট করা রয়েছে, তার ধার ঘেঁষে সার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় চারচাকা গাড়ি। শনিবার ভোরে আচমকা সেখানেই আগুন লেগে যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকল আধিকারিক বিশাল যাদব পিটিআইকে বলেছেন, ‘‘ভোর সাড়ে ৬টা নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। একটি মারুতি গাড়িতে আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে পাশের গাড়িতেও আগুন ছড়িয়েছে। আমরা ঘটনাস্থলে ছ’টি ইঞ্জিন পাঠাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারও কোনও আঘাত লাগেনি।’’

হতাহতের খবর না-থাকলেও মহাকুম্ভের কাছে এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দাঁড়িয়ে থাকা গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু জ্বলে উঠেছিল দাউদাউ করে। সেখান থেকে আশপাশের কিছু তাঁবুতেও আগুন ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। তাঁবুগুলির ভিতর থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যাচ্ছিল। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি সর্বক্ষণ মোতায়েন রয়েছেন দমকলকর্মীরা। তার মাঝে এই অগ্নিকাণ্ড বার বার কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement