নিজস্ব চিত্র
এ বার পাকাপাকি ভাবেই কলকাতা থেকে শীত বিদায় নিতে চলেছে। শীতের মতিগতি দেখে তেমনই মনে করছেন আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন রাতের দিকে ঠান্ডা আমেজ থাকলেও, দিনেরবেলায় শীতের পোশাকের তেমন আর প্রয়োজন পড়বে না। সরস্বতী পুজোর আগেই ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। যদিও দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটলেও, আরও কিছু দিন পাহাড়ে ঠান্ডার দাপট থাকবে। অন্য দিকে কলকাতা-সহ বাকি জেলার পারদ ধীরে ধীরে চড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ন’টার পর থেকে বিকেল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে না। তার পর তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আগামী ১১ তারিখের পর থেকে দিনের বেলায় গরম আরও বাড়বে। জেলাগুলিতে ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৬ ফ্রেব্রুয়ারি সরস্বতী পুজো। তার আগেই, এ সপ্তাহের সপ্তাহের শেষে আরও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।