প্রতীকী ছবি।
উচ্চশিক্ষা দফতরের সাম্প্রতিক একটি নির্দেশের বিরোধিতা করে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি চিঠি দিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক সমিতিগুলির দাবি, অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করতে হবে।
জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সেনেট, সিন্ডিকেট, কোর্ট, কর্মসমিতির বৈঠকের আগে উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিকে আলোচ্যসূচি নিয়ে দফতরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সচিবের সঙ্গে বিশদে আলোচনা করে নিতে হবে। কথা বলতে হবে শিক্ষামন্ত্রীর সঙ্গেও। বিশ্ববিদ্যালয়ের বৈঠকের পরে তার বিবরণ সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে জানাতে হবে। এই সব বৈঠক শনিবার করতে পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠক কাজের দিনে করতে হলে, ছুটির পর তা করতে হবে।