তদের হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। —প্রতীকী চিত্র।
লিলুয়ার খাটাল থেকে আটটি গরু চুরির ঘটনায় শনিবার পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা থেকে আট জনকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। এ দিন সকালে তারা ধরা পড়ে। ধৃতদের নাম আজিজুল শেখ, ইসমাইল শেখ, কুরবান আনসারি, দুরন্ত হালদার, রাজা খান, মুজাফ্ফর গাজি, সারাবুল শেখ ও প্রশান্ত অধিকারী। এরা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের এ দিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গত ৫ জানুয়ারি গভীর রাতে লিলুয়ার সি রোড এলাকার একটি খাটাল থেকে দুধ ব্যবসায়ী দীপককুমার রাইয়ের ছ’টি গরু চুরি যায়। একই সঙ্গে রাখা আরও দু’টি গরু চুরি যায় অপর এক ব্যবসায়ীরও। পরদিনই লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীরা। ঘটনার তদন্তে নেমে সি রোড সংলগ্ন বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে, আট অভিযুক্ত গরুগুলিকে খাটাল থেকে বার করে একটি ট্রাকে করে নিয়ে গিয়েছে। সেই মতো সিসি ক্যামেরার ফুটেজ অনুসরণ করে পুলিশ এ দিন নিউ দিঘায় অভিযান চালায়। সেখান থেকে হাতেনাতে পাকড়াও করে আট জনকে। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিও।
পুলিশ জানায়, দিঘা যাওয়ার পথে ওই গরুগুলিকে কোথাও বিক্রি করে পাচারকারীরা নিউ দিঘায় গিয়ে গা-ঢাকা দিয়েছিল। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘গরু উদ্ধারের জন্য অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’’