Teacher

Teacher arrest: মাসিক সঞ্চয়ের নামে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগরের স্কুল শিক্ষক

মঙ্গলবার রাতে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাথমিক বিভাগের ওই শিক্ষককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৮:২৫
Share:

নিজস্ব চিত্র।

আবার সংবাদ শিরোনামে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। মাসিক আয় প্রকল্পে এক অবসরপ্রাপ্ত আইনজীবীর ১১ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ফাঁসানোর অভিযোগ ধৃত শিক্ষকের।

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত আইনজীবীর কাছ থেকে মাসিক আয় প্রকল্পে জমা দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন সুমন চ্যাটার্জি নামে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাথমিকের এক শিক্ষক। সুমনের বাড়ি কৃষ্ণনগরের গোয়ারিতে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

Advertisement

অভিযুক্ত শিক্ষকের দাবি, বন্ধু তাঁকে ফাঁসিয়েছে। অভিযোগকারীর আইনজীবী এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, বিষয়টি এখন আদালতের বিচারাধীন, তাই এ বিষয়ে যা বলার আদালত বলবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। সেই স্কুলই আবার সংবাদে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement