কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ। নিজস্ব চিত্র
পুরুলিয়া পুলিশ সুপারকে চিঠি সিবিআইয়ের। চিঠি গ্রহণ করেছেন পুলিশ সুপার। মঙ্গলবার সন্ধ্যাতেই ঝালদাতেই যেতে পারেন সিবিআই আধিকারিকরা।
গণ্ডগোল, অশান্তির মধ্যে দিয়েই বোর্ড গঠন ঝালদা পুরসভায়। তৃণমূলের দখলে গেল বোর্ড। পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল, উপ পুরপ্রধান সুদীপ কর্মকার।
নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর উপর পুুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দিল কংগ্রেস।
ঝালদা পুরসভার ভিতরে ঢুকে তাণ্ডব কংগ্রেস কর্মীদের, চেয়ার ভাঙচূর, স্লোগান। বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।
ঝলাদায় কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে তুলকালাম। পুরসভায় বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেসের বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি মিছিলকারীদের। পুরসভার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কর্মীরা ।
বিক্ষোভে কংগ্রেস কর্মীরা। নিজস্ব চিত্র
মঙ্গলবারই ঝালদায় পুরবোর্ড গঠনের উদ্দেশে বৈঠক ডেকেছে প্রশাসন। ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা বলেন,‘‘মঙ্গলবার বোর্ড গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নিয়ে কাউন্সিলরদের চিঠিও পাঠানো হয়েছে।’’ প্রতিবাদ কালো ব্যাজ পরে কালাদিবস পালন করবে কংগ্রেস। পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ‘‘এই ভাবে মানুষ খুন করে বোর্ড গঠন ঝালদার মানুষ মেনে নেবে না । তাই মঙ্গলবার গণতন্ত্রের কালাদিবস পালিত হবে ঝলদায় । আমরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালো ব্যাজ পরে থাকব। ঝালদা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভও করব।’’
১৩ মার্চ পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করছে সিবিআই। সোমবার কলকাতা হাই কোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। মঙ্গলবারই ঝালদায় গিয়ে সরেজমিনে অকুস্থল পরিদর্শন করতে পারেন সিবিআই আধিকারিকরা।