রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কিছু ‘বেআইনি কাজ’ করছেন বলে এ বার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতেও কয়েক বার মুখ খুলেছেন তিনি। রাজ্যপাল বোস যার প্রেক্ষিতে জবাব দিয়েছিলেন, ‘সমালোচনা এবং অতি সমালোচনা’ হতেই পারে কিন্তু ‘দ্বিচারিতা’ ভাল নয়। বিষয়টিতে যে সেখানেই ইতি পড়েনি, তা স্পষ্ট হয়ে গেল শুভেন্দুর এ বারের মন্তব্যে। বীরভূমের সাঁইথিয়ায় বৃহস্পতিবার বিরোধী দলনেতা বলেছেন, ‘‘রাজ্য সরকার বেআইনি কাজ করাবে, রাজ্যপাল মহোদয়ও তাদের সঙ্গে হাত মিলিয়ে কিছু বেআইনি কাজ করছেন। নির্বাচন কমিশন বীরেন্দ্রকে (প্রাক্তন আইপিএস) সরিয়ে দেওয়ার পরেও উনি তাঁকে মুখ্য তথ্য কমিশনার করেছেন। লোকায়ুক্ত হিসেবে এ বার অসীম রায়ের মেয়াদ সম্প্রসারণ করেছেন। বেআইনি কাজ হচ্ছে।’’ শুভেন্দুর আরও মন্তব্য, ‘‘রাজ্যপাল কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারকে সাহায্য করছেন, সে সব নিয়ে পরে তথ্য দেব। ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, রাজ্যপালের উপরে নির্ভর করে রাজনীতিও করি না।’’
বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল আটকে রাখায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরাও তাঁকে কটাক্ষ করেন। সেই সূত্রেই রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, ‘‘রাজভবনের সঙ্গে সরকারের মতপার্থক্য থাকতে পারে। তাই বলে রাজ্যপালকে সব সময় কোনও রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় সেবা করে যেতে হবে, এ আবার কেমন দাবি!’’ শুভেন্দুকে কটাক্ষ করে কুণালের মন্তব্য, ‘‘আসলে কেন্দ্রীয় সংস্থা, রাজভবন ইত্যাদির উপরে নির্ভর করেই ওঁর রাজনীতি। এর পরে রাজভবনে যাওয়ার আগে তিনি যেন প্রকাশ্যে ক্ষমা চেয়ে যান!’’