Suvendu Adhikari

তৃণমূল তোলাবাজের দল, বললেন শুভেন্দু, ফের ভাইপো হঠাও স্লোগান

‘‘আমায় বিশ্বাসঘাতক বলেছে। আমি একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছি’’, পূর্বস্থলীর সভায় বললেন শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

পূর্বস্থলীর সভায় শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম জনসভায় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে একটি রাজনৈতিক জনসভায় যোগ দিয়েছেন শুভেন্দু। সভায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও।

Advertisement

দিলীপের বক্তব্য:

• পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, লোকসভায় অনেক জায়গায় দিতে পারেননি, এ বার বিধানসভা ভোটে তার বদলা নিতে হবে

Advertisement

• আমি বলে যাচ্ছি, যাঁকে টাকা দিয়েছেন, তাঁর কলার ধরে বলুন টাকা ফেরত দিতে

• হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খোয়াল

• কারণ নিয়োগে দুর্নীতি হয়েছিল, এক এক জন প্রার্থীর কাছ থেকে ১০ লাখ, ১২ লাখ টাকা করে নেওয়া হয়েছে

• উচ্চ প্রাথমিকে চাকরিতে নিয়োগ হেয়ছিল, কিন্তু হাইকোর্ট সেই নিয়োগ বাতিল করে দিয়েছে

• এখানে কোনও জিনিসের সুরক্ষা নেই

• এই সব টাকা পেতে হলে, রাজ্যে বিজেপিকে আনতে হবে

• আয়ুষ্মান ভারতের টাকা পাননি আপনারা, কৃষক যোজনার টাকা পাননি

• পেঁয়াজ আপনি বিক্রি করবেন ৫ টাকা, কিনতে হবে ৮০ টাকায়

• ৪০ থেকে ৫০ টাকা, সরকার আলু কিনেছে ৪-৫ টাকায়, আর বিক্রি করেছে ৫০ টাকায়

• এ বছর আলু কত করে কিনেছেন?

• রাজ্যে লুঠ চলছে, দিদির ভাইয়েরা লুঠ করছে

• ভুল যদি হয়, তা হলে আপনাদের কারও নামেও তো আসতে পারত, পেয়েছেন আপনারা কেউ?

• কিন্তু লিস্ট বেরোতেই দিদিমণি বললেন, ভুল হয়েছে

• পেয়েছেন কারা, পেয়েছেন দিদির ভাইয়েরা

• কিন্তু সেই টাকা গরিব মানুষ কেউ পাননি

• আমপানে বাড়িঘর ক্ষতি হয়েছে, দিদিমণি ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন ২০ হাজার টাকা করে

• টাকা এলেই পঞ্চায়েতের লোকেরা বলে, আগে টাকা দাও, তার পর বাড়ির টাকা পাবে

• পশ্চিমবঙ্গে বাড়ির জন্য টাকা এসেছে, কিন্তু অর্ধেক বাড়িও হয়নি

• সোনার বাংলায় গুরুত্ব দিতে হবে গরিব মানুষকে

• বাংলাকে সোনার বাংলা গড়তে হবে

• বাংলায় পরিবর্তন আসন্ন

• শুভেন্দুর ওপেনিং ব্যাটিং দেখলাম

শুভেন্দুর বক্তব্য:

• এ তো সবে শুরু হল, আরও চলতে থাকবে

• পরিবর্তনের পরিবর্তন চাই, বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে

• নাম লেখানো হবে, কিন্তু টাকা কেউ পাবেন না

• এখন নাটক শুরু হয়েছে, জানুয়ারি পর্যন্ত এই নাটক চলবে

• ১০ বছর ক্ষমতায় থাকার পর এখন যমের দুয়ারে সরকার

• আমরা জিতবই, নতুন বাংলা গড়ব, পরিবর্তনের পরিবর্তন চাই

• এরা যদি জিতে যায়, কিডনি বিক্রি বাকি আছে

• গরু, বালি, মাটি— সব কিছুতে তোলা তুলছে

• বিজেপিতে যোগ দেওয়ার পর একটাই শর্ত, তোলাবাজ ভাইপো হঠাও

• শুভেন্দু অধিকারী মিরজাফর নয়

• আমি নৈতিকতা বিসর্জন দিইনি: শুভেন্দু

• আমায় বিশ্বাসঘাতক বলেছে। আমি একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছি: শুভেন্দু

• আমায় মীরজাফর বলেছে, আমি সব পদ ছেড়েছি: শুভেন্দু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement