Suvendu Adhikari

Suvendu Adhikari: আমার পিছু টান নেই, কাউকে ভয় পাই না, সিআইডি তলব নিয়ে মন্তব্য শুভেন্দুর

মন্ত্রী ফিরহাদ হাকিমের মতে, ‘‘আইন সিআইডি-কে তদন্ত করার অধিকার দিয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট আদালতে জমা দেবে। সেখানেই ঠিক, ভুল বিচার হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৫
Share:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

আমার কোনও পিছু টান নেই। আমি কাউকে ভয় পাই না। আমাকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবস উপলক্ষে রবিবার তমলুকে একটি কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‘আমাকে প্রতি দিন ভয় দেখায়। কিন্তু আমার কিছু করতে পারবে না। কারণ আমার কোনও পিছু টান নেই। আমি অকৃতদার। শুধু বাবা, মা যাতে সুস্থ থাকে সেটা আমাকে দেখতে হয়। তাই আমার ভয়ের কোনও কারণ নেই।’’

Advertisement

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় সোমবার ভবানী ভবনে শুভেন্দু, তাঁর গাড়ির চালক এবং এক ঘনিষ্ঠকে তলব করেছে সিআইডি। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে রাজ্যের তদন্তকারী সংস্থাটি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। প্রতিহিংসাবশত তাঁকে তলব করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। তবে তাঁর দাবি মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘‘আইন সিআইডি-কে তদন্ত করার অধিকার দিয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট আদালতে জমা দেবে। সেখানেই ঠিক, ভুল বিচার হবে।’’

সোমবার শুভেন্দু সিআইডি-র মুখোমুখি হবেন কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবার তিনি দিল্লি যেতে পারেন। ফলে সিআইডি দফতরে না-ও যেতে পারেন বিরোধী দলনেতা। অন্য দিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে আগেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেখেছেন শুভেন্দু। আদালতে তাঁর আবেদন, বিরোধী দলের নেতা হওয়ার জন্যই তাঁকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত হয় ওই মামলাগুলিকে খারিজ করে দিক, না হলে তা তদন্তের জন্য সিবিআইকে দিক।

Advertisement

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওই মামলাটি শুনানি হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement