Kamduni Rape and Murder case

কামদুনি-শুনানি অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে, সব পক্ষকে দিতে হবে নোটিস

কামদুনিকাণ্ডে মৃতার ভাই সুপ্রিম কোর্টে মামলা করেন। ওই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে নোটিসও দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৩:১৬
Share:

সুপ্রিম কোর্টে আপাতত মুলতুবি কামদুনি-শুনানি। — ফাইল ছবি।

সুপ্রিম কোর্টে আপাতত মুলতুবি হয়ে গেল কামদুনি মামলার শুনানি। কামদুনিকাণ্ডের মৃতার ভাই সুপ্রিম কোর্টে পৃথক এসএলপি করেন। মঙ্গলবার সকাল থেকে সেই মামলার শুনানি হয়। ওই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে আদালত। আর মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দেয় বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ।

Advertisement

কামদুনিকাণ্ডে দোষী সাব্যস্ত ছ’জনের মধ্যে চার জনকে মুক্তি দিয়েছে কলকাতা হাই কোর্ট। তথ্যপ্রমাণের অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক জনকে বেকসুর খালাস করা হয়। বাকি দু’জন সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান নির্যাতিতার ভাই এবং পরিবারের লোকজন, প্রতিবাদীরা। সেই মামলারই শুনানি শুরু হয় মঙ্গলবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement