বিত্ত নিগমের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি

নিগমের শাখার সংখ্যা ১৪ থেকে কমে হয়েছে ৪। অথচ এক সময়ে এই সংস্থা প্রায় ৩৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ২৪ হাজার ছোট ও মাঝারি সংস্থাকে সাহায্য করেছে এবং তার মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০০:৩৬
Share:

—ফাইল চিত্র।

রুগ্ণ অবস্থা থেকে পশ্চিমবঙ্গ বিত্ত নিগমকে (ডব্লিউবিএফসি) পুনরুজ্জীবনের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, গত দু’বছর নিগম থেকে নতুন কোনও ঋণ মঞ্জুর করা হয়নি।

Advertisement

নিগমের শাখার সংখ্যা ১৪ থেকে কমে হয়েছে ৪। অথচ এক সময়ে এই সংস্থা প্রায় ৩৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ২৪ হাজার ছোট ও মাঝারি সংস্থাকে সাহায্য করেছে এবং তার মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

নিগমের কর্মচারী ও আধিকারিকেরা বারবার সরকারের নানা স্তরে তাঁদের দুর্দশার কথা জানাতে চাইলেও কাজ হয়নি বলে মুখ্যমন্ত্রীকে লিখেছেন বাম নেতা।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement