সুজন নেতা সিপিএমের, দিল্লি ভরসা কংগ্রেসের

বিধানসভায় এ বার সিপিএমের নতুন পরিষদীয় দলনেতা হচ্ছেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী মঙ্গলবার সুজনবাবুকে এই নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০৩:১১
Share:

বিধানসভায় এ বার সিপিএমের নতুন পরিষদীয় দলনেতা হচ্ছেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী মঙ্গলবার সুজনবাবুকে এই নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই দিনে বৈঠকে বসেও প্রদেশ কংগ্রেস অবশ্য তাদের পরিষদীয় দলনেতার নাম ঠিক করেনি। বামেরা ৩৩ ও কংগ্রেস ৪৪টি আসন জিতেছে। বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল হিসেবে কংগ্রেসই বিরোধী দলনেতার পদের দাবিদার। কিন্তু বিধান ভবনে এ দিনের বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এআইসিসি-র। আমরা সব বিধায়কের তথ্যপঞ্জিই দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি।’’ প্রদেশ সভাপতির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement

সিপিএমে পরিষদীয় দলনেতা হিসেবে বিবেচনায় ছিল সুজনবাবু ও অশোক ভট্টাচার্যের নাম। শিলিগুড়ির মেয়র পদে থাকায় সুজনবাবুকেই বেছে নিয়েছে দলের রাজ্য সম্পাদকমণ্ডলী। সুজনবাবুও ‘কঠিন সময়ে কঠিন দায়িত্ব’ পালনে প্রস্তুত বলে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement