Protest

SUCI: প্রতিবাদে পথে ডিএসও, ডিওয়াইও

ডিওয়াইও-র রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্করের অভিযোগ, ভোপালে কাজের দাবিতে যুবকদের আন্দোলনে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ লাঠি চালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ০৮:৫৮
Share:

ভোপালে চাকরির দাবিতে আন্দোলনে ডিওয়াইও, পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড় —নিজস্ব চিত্র।

বিশ্বভারতীর প্রতিবাদী ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আগামী শনিবার রাজ্যব্যাপী ‘বিশ্বভারতী সংহতি দিবস’-এর ডাক দিয়েছে ডিএসও। তারই প্রচারে সংগঠনের কলকাতা জেলা কমিটি বুধবার হাতিবাগান থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে। সেখানে বিশ্বভারতীর তিন ছাত্রের বহিষ্কারের নিন্দা এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবি করা হয়। অন্য দিকে, ডিওয়াইও-র রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্করের অভিযোগ, ভোপালে কাজের দাবিতে যুবকদের আন্দোলনে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ লাঠি চালিয়েছে। গ্রেফতার করা হয়েছে সংগঠনের সে রাজ্যের সম্পাদক প্রমোদ নামদেব-সহ অনেককে। ওই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ-সভার ডাক দিয়েছে ডিওয়াইও। কলকাতা-সহ অন্যান্য জেলা সদরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement