strike

কোথাও রাস্তায় ফুটবল-ক্রিকেট, কোথাও পুলিশকে গোলাপ, অন্য মেজাজে হরতাল

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে ডাকা হরতালে অবরোধের পাশাপাশি গাঁধীগিরির ছবিও উঠে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৯
Share:

মেদিনীপুরের রাস্তায় ক্রিকেট। নিজস্ব চিত্র।

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে ডাকা হরতালে অবরোধের পাশাপাশি গাঁধীগিরির ছবিও উঠে এল। জেলায় জেলায় হরতাল সফল করতে রাস্তা অবরোধ করেছেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের হঠিয়ে দিতে গেলে পুলিশকর্মীদের হাতে কোথাও গোলাপ, কোথাও চকোলেট তুলে দিয়েছেন হরতালকারীরা। রাস্তা অবরোধ করে ‘ছুটির মেজাজে’ ক্রিকেট, ফুটবলও খেলতে দেখা গিয়েছে অনেককে।

Advertisement

যেমন মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়। শহরের এই ব্যস্ত রাস্তায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় খেলা হচ্ছিল ক্রিকেট। রাস্তায় লোক কম। একদল দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। অন্য প্রান্তে যুবরা মেতেছেন ক্রিকেটে। মেদিনীপুরেই পুলিশ অবস্থান তুলতে এলে গোলাপ, গাঁদা ফুল দিয়ে প্রতীকী প্রতিবাদ জানান বামকর্মীরা।

মেদিনীপুর শহরের এই ছবি দেখা গিয়েছে হুগলি, বর্ধমান, মালদহতেও। হুগলি জেলার হিন্দমোটরের ধারসায় জিটি রোড অবরোধ করে ফুটবল খেলছিলেন হরতাল সমর্থকরা। যথারীতি পুলিশ তাঁদের সরাতে আসে। তখন পুলিশকে চকোলেট দেন তাঁরা। এই গাঁধীগিরি কোন্নগরেও। সেখানকার বাটার মোড়ে হরতালকারীরা পুলিশের হাতে গোলাপ তুলে দিয়ে প্রতিবাদ জানান।

Advertisement

বর্ধমানে পুলিশকে গোলাপ বামকর্মীদের। নিজস্ব চিত্র।

মালদহে হরতাল পালনে রাস্তার মধ্যেই ফুটবল খেলছিলেন বাম সমর্থকরা। চাঁচোল থানা এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে লাল ঝান্ডা লাগিয়ে দিয়ে ফুটবল খেলতে শুরু করেন তাঁরা। চলন্ত গাড়ি দাঁড়িয়ে পড়লেও পুলিশ কিছু বলেনি তাঁদের।

বর্ধমানের কার্জন গেট সকাল থেকেই অবরোধ করেছিলেন বামকর্মীরা। যার জেরে আটকে পড়ে সরকারি এবং বেসরকারি বাস। পুলিশ হরতাল সমর্থকদের হঠাতে গেলে প্রতিবাদ জানান বামকর্মীরা। পুলিশের হাতে গোলাপ ফুলও তুলে দেন তাঁরা। নবান্ন অভিযানে মারের পাল্টা প্রতিবাদ এ ভাবেই বাম কর্মীরা করেছেন রাজ্য জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement