Hashish

Police: মণিপুর থেকে ট্রাকে করে রাজ্যে আনা হচ্ছিল মাদক, বর্ধমানে পাকড়াও ৫ পাচারকারী

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে ট্রাক বোঝাই করে এ রাজ্যে আনা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২১:৩৯
Share:

উদ্ধার হওয়া গাঁজা। নিজস্ব চিত্র

রাজ্য পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে রবিবার পাকড়াও গাঁজা বোঝাই একটি ট্রাক। ওই ট্রাকে মিলেছে বিপুল পরিমাণ মাদক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাঁচ পাচারকারীকে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে ট্রাক বোঝাই করে এ রাজ্যে আনা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে যৌথ ভাবে অভিযান চালায় রাজ্য পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে গাঁজা বোঝাই ওই ট্রাকটি আটক করা হয়। ট্রাকের গোপন কুঠুরি থেকে উদ্ধার হয়েছে ৮২৪ ৮২৪ কিলোগ্রাম গাঁজা। ধৃতদের মধ্যে দু’জন বর্ধমানের বাসিন্দা। বাকি তিন জনের মধ্যে দু’জন মণিপুর এবং এক জন অসমের বাসিন্দা।

Advertisement

মণিপুর ধৃতদের বিরুদ্ধে মাদক আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের পিছনে আর কেউ জড়িত কি না তা জানতে জেরা করা হচ্ছে ধৃতদের। এর আগেও একাধিক বার মণিপুরের মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে এই রাজ্যে। সেই চক্রের সঙ্গে ধৃতদের কোনও যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement