Firhad Hakim

Firhad Hakim: মমতাদির কাছে কোনও দিন কিছু চাইনি, কিন্তু যা পেয়েছি সব ওঁর দেওয়া: ববি হাকিম

ববি হাকিম বললেন, ‘‘মমতাদি যা বলবেন, সেটাই করব। মমতাদি যদি বলেন, কাল থেকে তৃণমূল ভবনের পাহারাদার হতে, আমি তাই হব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৮:২৬
Share:

ববি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের নির্দেশক মমতা বন্দ্যোপাধ্যায়ই।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। মমতা যা বলেছেন, তাই করেছেন। মুখ ফুটে কোনও দিন কিছু না-চেয়েও মেয়র-বিধায়ক সবই হয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠান ‘অ-জানা কথা’য় এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম।

Advertisement

তাঁর কলকাতার মেয়র হওয়া নিয়ে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে দলের অন্দরে আপত্তি উঠেছিল কি না, এই প্রশ্নের উত্তরে ববি জানান, মমতা চেয়েছেন, তাই মেয়র হয়েছেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি কোনও দিন মমতাদির কাছে মুখ ফুটে কিছু চাইনি। কোনও দিন বলিনি, আমায় মেয়র করে দাও বা আমায় বিধায়ক করে দাও। মমতাদি আমায় সব দিয়েছেন। যা হয়েছি, সবই মমতাদির জন্য। আমরা শৃঙ্খলাপরায়ণ দল। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিই। কিন্তু শেষ সিদ্ধান্ত নেন মমতাদিই।’’

ববি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের নির্দেশক মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর কথায়, ‘‘তিনি ‌যা বলেন, ভালর জন্যই বলেন। তাই ছোট থেকে আমরা কখনও তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলিনি।’’

Advertisement

মেয়র না কি রাজ্যের মন্ত্রী, কোনটা বেছে নিতে চান তিনি? এই প্রশ্নের জবাবে ববি বলেন, ‘‘মমতাদি যা বলবেন, সেটাই করব। মমতাদি যদি বলেন, কাল থেকে তৃণমূল ভবনের পাহারাদার হতে, আমি তাই হব। আমার কাছে সব চেয়ে বড় বিষয়, আমি মমতাদির আস্থাভাজন। বাকি মেয়র বা মন্ত্রী হওয়া আমার কাছে খুবই তুচ্ছ ব্যাপার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement