financial crisis

Suvendu Adhikari: ‘ভবিষ্যৎ অন্ধকার’, আশঙ্কা বিরোধী নেতার

রাজ্যে চূড়ান্ত আর্থিক সঙ্কটের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৪:৫৬
Share:

—ফাইল চিত্র।

বিধানসভায় এখন বিধায়কদের বিল জমা নেওয়া হচ্ছে না। কারণ, খরচ মেটানোর টাকা নেই। এই অভিযোগ সামনে রেখে রাজ্যে চূড়ান্ত আর্থিক সঙ্কটের বিষয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বরে দলের অন্য কয়েক জন বিধায়ককে পাশে নিয়ে শুক্রবার তিনি বলেন, ‘‘বিভিন্ন ক্ষেত্রে যাঁরা প্রাক্তন, তাঁদের পাওনা বন্ধের বিষয় তো বহু চর্চিত। বর্তমানদেরও ভবিষ্যৎ অন্ধকার! খেলা, মেলা, ভোটব্যাঙ্ক তৈরির জন্য সস্তা জনপ্রিয়তায় যে ভাবে রাজ্যের তহবিলকে ধ্বংস করা হয়েছে, প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা জলে দেওয়া হচ্ছে আর ঋণ বাড়ছে, এটা কোনও দিন হয়নি। এই প্রথম বার সরকারি কর্মীরা জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা (ডিএ) পাননি।’’ বিধানসভার সচিবালয় সূত্রে অবশ্য বলা হয়েছে, এর আগেও করোনা পরিস্থিতিতে বিভিন্ন কমিটির বৈঠক স্থগিত থাকায় বিধায়কদের ভাতা ও অন্যান্য পাওনা সাময়িক বন্ধ ছিল। পরে মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে বকেয়া মঞ্জুর করা হয়েছিল। এখনও বৈঠক স্থগিত থাকায় একই পরিস্থিতি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement